কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৬ নং পুমদী ইউনিয়নের জগদল সামাজিক সহযোগিতামূলক সংগঠনের উদ্যোগে, প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা আহসানুলহা মুক্তাদির রাসেল,মেসার্স বাবুল হার্ডওয়্যার এন্ড প্যান্টস এর সৌজন্যে:
১১ জুলাই সোমবার বিকাল ২: ঘটিকা সময় জগদল ফকির বাড়ির সংলগ্ন ঈদগাহ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। মেসার্স বাবুল হার্ডওয়্যার এন্ড প্যান্টস সৌজন্যে: খেলায় অংশগ্রহণ করেন দুটি দল: প্রথম দলের নাম দেওয়া হয়েছে (এ) গ্রুপ ও দ্বিতীয় দলের নাম দেওয়া হয়েছে (বি) গ্রুপ, (হলুদ) দলের ক্যাপ্টেন মোঃ রাসেল মিয়া, (নীল) দলের ক্যাপ্টেন নাঈম মিয়া,দুটি দলের অংশ গ্রহণে ৫০মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলায় (হলুদ) দলকে হারিয়ে (নীল) দল ১-২ ঘোলে হারিয়ে বিজয়ী হয়েছেন।
খেলায় দুটি দলের অংশ গ্ৰহনে রেফারি হিসাবে ছিলেন গড় বিশুদীয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোহাম্মদ সামসুল আলম।
৬ নং পুমদী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি: আব্দুল হান্নান ভূইয়ার সভাপতিত্বে: সোহেল রানা ও রবিন মিয়ার পরিচালনায়:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল কাইয়ুম চেয়ারম্যান ৬ নং পুমদী ইউনিয়ন পরিষদ, অ্যাডভোকেট মনজুরুল কাদির দুলাল, আবুল খায়ের বাবুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আব্দুস সালাম শেখ বিশিষ্ট ব্যবসায়ী হাসান রাবেয়া মহিলা মাদ্রাসা ও জগদল ঐতিহ্যবাহী সাত গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বন বিভাগ কর্মকর্তা ইমান আলী ফকির, দিদারুল আলম নাদিম ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মোফাসাল হোসেন ইউপি সদস্য পুমদী৩ নং ওয়ার্ড,আয়হান উদ্দিন ইউনিয়ন বিএনপি পুমদী, অবসরপ্রাপ্ত সেনার সদস্য আতাহার আলী ফকির, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ কাজল ভূঁইয়া ৬ নং পুমদী ইউনিয়ন আওয়ামী লীগ, হাফেজ মুফতি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব জগদল আলম হোসেন দারুল উলুম কওমি মাদ্রাসা, হেলাল উদ্দিন ফকির আবদুল আজিজ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরিশেষে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, আব্দুল কাইয়ুম চেয়ারম্যান ৬ নং পুমদী ইউনিয়ন পরিষদ।