বিনোদন প্রতিবেদক |
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে উৎসবের রঙ এবার অনেক বেশিই রঙিন। মহান বিজয় দিবসকে সামনে রেখে শোবিজেও দেখা যাচ্ছে নানা আয়োজন। প্রকাশ হচ্ছে অনেক গান। তার ভিড়ে হাজির একসঙ্গে ১০ শিল্পী।
প্রোটিউন থেকে থেকে প্রকাশ পেয়েছে বিশেষ একটি দেশের গান। ‘লাল সবুজের ফেরিওয়ালা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। এর সুর ও সংগীতায়োজনে আছেন শোভন রায়।
এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, লুৎফর হাসান, পূজা, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম সাকিব, মাহাদী সুলতান, তাসমি, ঈষিকা, মাহদি সুলতান ও শোভন রায়।
কণ্ঠশিল্পী লুৎফর হাসান জানান, এ গানের ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে সোনারগাঁওয়ের পানাম নগরীতে। দিনব্যাপী শুটিং করেছেন শিল্পীরা।
প্রোটিউন ভিডিও টিমের পরিচালনায় এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ডিসেম্বরের প্রথম দিন থেকেই গানটি প্রোটিউনের নিজস্ব চ্যানেলে প্রচার শুরু হয়েছে।