
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকের নিচে দাঁড়িয়ে ডিউটি করছেন চার থেকে পাঁচজন সিকিউরিটি গার্ড। ঈদের দিনেও ডিউটি করছেন প্রশ্ন করলে শাহিনুর নামে একজন বলেন, ‘সিকিউরিটি গার্ডদের কোনো ঈদ নেই’। মতিঝিলের মার্কেন্টাইল ব্যাংকে দায়িত্ব পালন করছেন ৬৫ বছর বয়সী আরেকজন সিকিউরিটি গার্ড আবুল হোসেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘গত ১৭ বছরে একটা ঈদও পরিবারের সঙ্গে করি নাই’।
রোববার (১০ জুলাই) ঈদের দিন রাজিধানীতে বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলে জাগো নিউজ। জাগো নিউজ জানার চেষ্টা করে, পরিবার ছাড়া রাজধানীতে নিরবচ্ছিন্ন কর্মজীবী এসব মানুষের কথা। এসময় তারা জাগো নিউজকে এসব কথা জানান।
বিজ্ঞাপন
পল্টনের আইএফআইসি ব্যাংকের নিচে যেতেই দেখা যায়, একজন সিকিউরিটি গার্ড হেলান দিয়ে সিঁড়িতে বসে আছেন। পাশেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন আরও কয়েকজন। তারা প্রত্যেকেই বেসরকারি সিকিউরিটি কোম্পানির অধীন কাজ করেন। তাদের মধ্যে একজন শাহিনুর রহমান। তার বাড়ি নোয়াখালী। জাগো নিউজকে তিনি বলেন, ‘তিন বছর ধরে চাকরি করি। কোনো ঈদেই বাড়িতে যাই নাই।’
তিনি জানান, গত ১৭ বছর একটি কোম্পানির অধীনেই চাকরি করছেন তিনি। এই ১৭ বছরে কোনো ঈদে ছুটি পাননি। এর আগে আরেকটা কোম্পানি থেকে যখন চাকরি পরিবর্তন করেন, সেই পরিবর্তনের মাঝখানে একবার ঈদে বাড়িতে গিয়েছিলেন।
তার সঙ্গে দায়িত্ব পালনকরা হাফিজুর রহমান, মো. মুস্তাকিম, রেজাউল করিম এই তিনজনের প্রত্যেকেই বেশ কয়েক বছর ধরে ঢাকায় ঈদ করছেন। সিকিউরিটি গার্ডদের কাগজে কলমে কোনো ছুটি নেই বলে জানান তাদের একজন।
গ
মৌচাক এলাকায় সিটি ব্যাংকের বুথে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন যশোরের শাখাওয়াত হোসাইন। বাড়িতে বাবা, মা ও স্ত্রী আছেন।
শাখাওয়াত জাগো নিউজকে বলেন, সন্তান নাই। স্ত্রী আছে। বাবা, মা, স্ত্রী সবার মন খারাপ। কষ্ট লাগছে, তবুও কিছু করার নেই। তিনমাস হলো জয়েন করেছি। সিকিউরিটির চাকরিতে এবারই প্রথম। এবারই প্রথম পরিবার ছাড়া কোনো ঈদ।