১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার মূল হোতা হাফিজুর রহমানের জামিন শুনানী নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা

 

এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার মূল হোতা হাফিজুর রহমানের জামিন শুনানী নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। জানা গেছে, পিরোজপুরের বহুল আলোচিত এহসান গ্রুপের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৫ টি মামলায় হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা হুজুর) হাইকোর্টের আগাম জামিনে ছিলেন। বৃহস্পতিবার (২১ জুলাই) আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার ২ দিন আগে মঙ্গলবার (১৯ জুলাই) তিনি পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদিক আহম্মেদ এর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক রবিবার (২৪ জুলাই) জামিন শুনানীর জন্য দিন ধার্য করেন। রবিবার আসামী হাজির হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান আংশিক শুনানী শোনেন এবং সোমবার (২৫ জুলাই) বাকী শুনানীর দিন ধার্য্য করেন। এদিকে জামিন শুনানী নিয়ে সাধারন মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে। ভুক্তভোগীরা তাদের টাকা পাওয়া নিয়ে শংকার কথা জানিয়েছেন। মামলার বাদী সেকেন্দার আলী জানান, ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার মূল হোতা হাফিজুর রহমান জামিনের আবেদন করেছেন। তিনি যদি জামিন পেয়ে যান তাহলে কি আমরা টাকা ফেরত পাব তা নিয়ে শংকায় আছি।
বাদী পক্ষের সহযোগী আইনজীবী শেখ আঃ রাজ্জাক বলেন, আজ নির্ধারিত আদালতে সকালে জামিন শুনানী হওয়ার কথা ছিল কিন্তু অজ্ঞাত কারনে দুপুরের পর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান আসামী পক্ষের শুনানী শোনেন। বাদী পক্ষের বক্তব্য শুনানীর জন্য আগামী দিন ধার্য্য করেন।

 

পিরোজপুর সংবাদদাতা

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -