
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে ২৪২ কোটি ১৬ লাখ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।
নতুন কোনো করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করেছেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।
২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৯২৯ টাকা।
সোমবার জামালপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্ম শফিকুল ইসলাম জানান, গত ২৭ জুন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এ সময় পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন বলেন, পৌর নাগরিকদের আধুনিক সুবিধা দিতে যা যা করার প্রয়োজন তাই করা হবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্যাশিয়ার মো. শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, টিএলসিসি সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মী।।