
মোহাম্মদ জাবের বিন রহমান আরজু,
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায়
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন হাজী সাহেব মিয়া ও চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মো. নুরুল হক। শুক্রবার দুপুরে সাতবাড়িয়া ফলিয়া পাড়া নিজ বাড়িতে মেজবান আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন এলাকার ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
মো. নুরুল হকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন হাফেজ নগর দরবার শরীফের শাহাজাদা মাওলানা মুফতি ছৈয়দ মো. আশেকুর রহমান হাফেজনগরী। বিতরণ কালে উপস্থিত ছিলেন , সাবেক অধ্যক্ষ এড. নাসির উদ্দীন, এড. মোজাম্মেল হক ফারুকী, এড. আখতারুজ্জামান, এড. শহিদুল ইসলাম, ব্যাংকার আবদুর রহমান, মো. শফিকুল ইসলাম, নিয়াজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মাহমুদ হোসেন, সেলিম উদ্দীন, নেজাম উদ্দীন, মো. ইলিয়াছ, সামশুল আলম, ডা. আবদুল আলী প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি নুরুল হক বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক রান্না করা খাবার, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই বিতরণ করার পাশাপাশি ত্রাণ বিতরণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।