advertisement

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ফুল দেয়ার সময় থাকবে সীমিত উপস্থিতি

স্বাধীন নিউজ ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে এবার সীমিত সংখ্যক মানুষ সঙ্গে নিয়ে আগামীকাল ‍বৃহস্পতিবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সে সময় নির্ধারিত ব্যক্তি ছাড়া কেউ উপস্থিত থাকতে পারবেন না।

আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। দবে কভিড-১৯’র কারণে সার্বিক বিষয় বিবেচনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের সময় সীমিত সংখ্যক কর্মকর্তা ও ব্যক্তি উপস্থিত থাকবেন।

যারা উপস্থিত থাকবেন তারা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকার জেলা প্রশাসক।

spot_imgspot_imgspot_imgspot_img
এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত