Swadhin News Logo
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

ইরানের আরো একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলা

প্রতিবেদক
Nirob
জুন ২০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
ইরানের আরো একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলা


ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতাল শুক্রবার (২০ জুন) ইসরাইলি বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কেন্দ্রের প্রধান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান বলেছেন, ‘এটি ইরানের তৃতীয় হাসপাতাল যেখানে আক্রমণ করা হয়েছে। ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি বিস্তৃত স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ইসরাইল নির্মমভাবে আক্রমণ করেছে।’

তিনি বলেন, ’সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনে ইসরাইল ছয়টিরও বেশি আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সংঘাত বন্ধ করার একমাত্র উপায় ইসরাইলের বিমান হামলা বন্ধ করা।

ইরানি গণমাধ্যমে উদ্ধৃত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রুরা তাদের শত্রুতা বন্ধ করে এবং তাদের উস্কানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা প্রদান করে।’

পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ‘এটি করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরো জোরালো এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখা দেবে’।

সূত্র : আল জাজিরা



Source link

সর্বশেষ - আন্তর্জাতিক