Swadhin News Logo
বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

প্রতিবেদক
Nirob
আগস্ট ২০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার  সুফল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন ১২ ইউপি সদস্য।

বুধবার (২০ আগস্ট) দুপু‌রে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত থেকে স্বশরীরে স্বাক্ষরিত আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিল্লুল রহমান, তানজিল হোসেনসহ অন্যান্য ইউপি সদস্যগণ।

তারা সদস্যরা বলেন, আমাদের কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফল দীর্ঘদিন প‌রিষ‌দে অনুপস্থিত রয়েছেন। বি‌শেষ ক‌রে গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি অনিয়মিত। এ কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে সকল ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন দিয়েছি। তিনি তা রিসিভ করেছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষ‌য়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম আবু দারদা বলেন, এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। এখন তদন্ত করে বিষয়‌টি দেখা হ‌বে এবং তদ‌ন্তে অ‌ভি‌যো‌গের সত্যতা পে‌লে নী‌তিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হ‌বে

উল্লেখ্য, সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরিয়ার মাহমুদ সুফল নৌকা প্রতীক নি‌য়ে কসবামাজাইল ইউনিয়‌নের চেয়ারম্যান নির্বা‌চিত হন।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক