ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসের রাজনীতিতে। বিল বাতিলের জেরে পদত্যাগ করেছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প। এমনকি জোট সরকার থেকে বেরিয়ে গেছেন তার দলের বাকি মন্ত্রীরাও। ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিতে বারবারই সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ক্যাসপার। খবর, আল জাজিরার।
শুক্রবার (২২ আগস্ট) মধ্য ডানপন্থি দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট— এনএসসি’র এই নেতা জানান, তিনি অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন।
এদিন ইসরায়েলের বিরুদ্ধে তোলা নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবটি বাতিল হয় ডাচ পার্লামেন্টে। এরপর পদত্যাগের ঘোষণা দেন এনএসসি’র সদস্য ক্যাসপার।
মূলত ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দৌঁড়ঝাপ আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে দরকষাকষিতে ব্যস্ত, তখন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হন ডাচ পররাষ্ট্রমন্ত্রী।
ইইউকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞায় চাপ দিয়ে গেছেন তিনি। তেলআবিবের গাজা সিটি দখল অভিযানকেও ভুল পদক্ষেপ আখ্যা দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের জোরালো দাবি জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলমুখী অস্ত্রসরঞ্জামের তিনটি চালান বাতিলের পদক্ষেপও নেন ক্যাসপার। দুই কট্টরপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ ও ইতমার বেন গাভিরের নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগও নেন। তবে প্রতিবারই নিজ সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে জানান তিনি।
ভেলদকাম্প বলেন, গুরুত্বের সাথে বিষয়টি আলোচনা করা হয়েছে। পার্লামেন্টে অযৌক্তিক সমালোচনার শিকার হয়েছি। কখনও কখনও সামাজিক সংগঠনগুলোও আমার বিরুদ্ধে পোস্টার নিয়ে দাঁড়িয়েছে। আসলে কার্যকর এবং উপযুক্ত পদক্ষেপ নিতে পারিনি আমি।
ক্যাসপারের সাথে একাত্মতা জানিয়ে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিউ সোশ্যাল কন্ট্র্যাক্ট দলের অন্যান্য মন্ত্রীরাও। পদত্যাগের কথা জানিয়েছেন দলটির প্রাদেশিক প্রধানরাও।
গত জুনে ইসলাম বিদ্বেষী আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডারসের পদত্যাগের জেরে ভাঙন শুরু হয় নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোটে। এবার মধ্য ডানপন্থিরাও বেরিয়ে যাওয়ায় তৈরি হলো আরও অস্থিতিশীল পরিস্থিতি।
উল্লেখ্য, ইসরায়েলের ওপর নেদারল্যান্ডসের সীমিত নিষেধাজ্ঞা রয়েছে। তবে তেলআবিবকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সরবরাহ অব্যাহত রেখেছে অ্যামস্টারডাম।
/এমএইচআর