Swadhin News Logo
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আবারো জাতিসঙ্ঘের কালো তালিকায় ইসরাইল

প্রতিবেদক
Nirob
জুন ২০, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
আবারো জাতিসঙ্ঘের কালো তালিকায় ইসরাইল

গাজায় প্রায় ২০ মাস ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। এ সময় শিশুদের উপর ভয়াবহতম নির্যাতন চালাচ্ছে তেল আবিব। এরই পরিপ্রেক্ষিতে তাদের কালো তালিকাভুক্ত করেছে জাতিসঙ্ঘ।

বৃহস্পতিবার সংস্থাটি ওই তালিকা প্রকাশ করে। সেখানে শিশুদের বিরুদ্ধে সহিংসতাকারী দেশগুলোর তালিকায় ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়।

নতুন এই প্রতিবেদন বলছে, ২০২৪ সালে সঙ্ঘাতপূর্ণ এলাকায় শিশুদের বিরুদ্ধে নৃশংসতা আশঙ্কাজনকমাত্রায় পৌঁছেছে। এর মধ্যে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিমতীরে সর্বাধিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে গত বছর পর্যন্ত সময়কাল নিয়ে ওই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। এতে ১৮ বছরের চেয়ে কম বয়সী শিশুদের বিরুদ্ধে পরিচালিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনবিষয়ক ঘটনাগুলো নথিভুক্ত হয়েছে। এতে দেখা গেছে যে আগের বছরের তুলনায় শিশু নির্যাতন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, এই সময়ে ৪১ হাজার ৩৭০টি শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে হত্যা ও পঙ্গুত্ব, যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে আক্রমণ জাতীয় ঘটনাবলী নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ২,৯৫৯টি শিশুর বিরুদ্ধে ৮,৫৫৪টি গুরুতর লঙ্ঘন ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরাইলে। তন্মধ্যে ২,৯৪৪টিই ফিলিস্তিনে। আর মাত্র ১৫টি ইসরাইলে। এই পরিসংখ্যানে গাজায় ১,২৫৯ জন ফিলিস্তিনি শিশু নিহত এবং ৯৪১ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক বেশি পরিসংখ্যান জানিয়েছে এবং জাতিসঙ্ঘ জানিয়েছে যে তারা ২০২৪ সালে অবরুদ্ধ অঞ্চলে আরো ৪,৪৭০ জন শিশুর নিহত হওয়ার তথ্য যাচাই করছে।

জাতিসঙ্ঘ জানিয়েছে যে তারা অধিকৃত পশ্চিমতীরে ৯৭ জন ফিলিস্তিনি শিশুর নিহত হওয়ার বিষয়টিও যাচাই করেছে। এর মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমও রয়েছে, যেখানে মোট ৩,৬৮৮টি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে গত বছর ৫০০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছিল।

জাতিসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি অধিকৃত ফিলিস্তিন ও ইসরাইলে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তীব্রতায় মর্মাহত। ।

গুতেরেস ইসরাইলের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন যে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা, স্কুল ও হাসপাতালের সুরক্ষা এবং যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করার এবং নিরীহ মানুষের অতিরিক্ত ক্ষতি এড়ানোর জন্য আক্রমণের প্রয়োজনীয়তা মেনে চলতে হবে।

ইসরাইলের জাতিসংঘ মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই তালিকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডকেও দ্বিতীয়বারের মতো কালো তালিকাভুক্ত হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের পরে ২০২৪ সালে জাতিসঙ্ঘ যেসব দেশে শিশুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা রেকর্ড করেছে সেগুলো হল গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (৪ হাজারেরও বেশি গুরুতর লঙ্ঘন); সোমালিয়া (২,৫০০ এরও বেশি); নাইজেরিয়া (প্রায় ২,৫০০); এবং হাইতি (২,২০০ এরও বেশি)।

আইন লঙ্ঘনের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে লেবাননে (৫৪৫ শতাংশ), এরপর রয়েছে মোজাম্বিক (৫২৫ শতাংশ), হাইতি (৪৯০ শতাংশ), ইথিওপিয়া (২৩৫ শতাংশ) এবং ইউক্রেন (১০৫ শতাংশ)।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
প্রেমের টানে বাংলাদেশে, ভবিষ্যৎ অনিশ্চিত জেনে ৬ মাস পর ফিরলেন নিজ দেশে

প্রেমের টানে বাংলাদেশে, ভবিষ্যৎ অনিশ্চিত জেনে ৬ মাস পর ফিরলেন নিজ দেশে

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম

আবুধাবি থেকে আসা ২ যাত্রীর কাছে মিললো বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম

আবুধাবি থেকে আসা ২ যাত্রীর কাছে মিললো বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম

বেনাপোল বন্দরে বাণিজ্য বৈঠক ১১ মাস ধরে বন্ধ

বেনাপোল বন্দরে বাণিজ্য বৈঠক ১১ মাস ধরে বন্ধ

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার একই এলাকায় আবারও টর্নেডো

এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার একই এলাকায় আবারও টর্নেডো

রিফাইন্ড আ. লীগকেও জনগণ ক্ষমা করবে না: নাহিদ ইসলাম

রিফাইন্ড আ. লীগকেও জনগণ ক্ষমা করবে না: নাহিদ ইসলাম

নিখোঁজ শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে মেক্সিকোর রাস্তায় বিক্ষোভ

নিখোঁজ শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে মেক্সিকোর রাস্তায় বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত ২

মৌলভীবাজারে ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার