Swadhin News Logo
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

মার্কিন বাঙ্কার বাস্টার বোমা কি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে

প্রতিবেদক
Nirob
জুন ২০, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
মার্কিন বাঙ্কার বাস্টার বোমা কি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে

ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সঙ্ঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সামরিক হস্তক্ষেপের বিকল্পই বিবেচনা করছেন। এর থেকে বুঝা যায় যে কোনো পক্ষই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই।

ইসরাইলি সেনাবাহিনী ইরানের সামরিক নেতাদের হত্যা করতে এবং স্থলভাগের স্থাপনা ধ্বংস করতে সফল হলেও ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজের বিশেষজ্ঞ বেহনাম বেন তালেব্লু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ফোরদু স্থাপনার বিরুদ্ধে ইসরাইলি হামলার কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

ইসরাইলের কাছে জিবিইউ-৫৭ নেই। এটি একটি ১৩ টনের বোমা। তা বিস্ফোরিত হওয়ার আগে কয়েক ডজন মিটার ভেদ করতে নিচে পারে।

যদি মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের সাথে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন, তাহলে মার্কিন সেনাবাহিনী সম্ভবত কৌশলগত বাঙ্কার-বাস্টার ব্যবহার করবে। কারণ এটিই ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম একমাত্র বোমা।

বাঙ্কার বাস্টার কী?

‘বাঙ্কার বাস্টার’ বলতে বোঝানো হয় এমন বোমাকে, যা ভূগর্ভস্থ বা কংক্রিটের পুরু প্রাচীরের আড়ালে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। মার্কিন সামরিক বাহিনীর জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই নির্ভুল-নির্দেশিত বোমা ২০০ ফুট পর্যন্ত মাটির নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে।

এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেরই এই অস্ত্র রয়েছে। আর বি-২ বোমারু বিমানই কেবল এই বিশাল বোমা বহনে সক্ষম। ইসরাইলি বিমানবাহিনীও কিছু সীমিত ক্ষমতাসম্পন্ন মার্কিন বাঙ্কার ধ্বংসকারী বোমা ব্যবহার করে যেমন জিবিইউ-২৮ বা বিএলইউ-১০৯ তারা ব্যবহার করে। তবে সেগুলো ফোরদুর মতো গভীর নিরাপদ স্থাপনায় আঘাত হানতে অক্ষম। ২০২৪ সালে ইসরাইল বিএলইউ-১০৯ ব্যবহার করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ভূগর্ভস্থ সুরক্ষা তাকে রক্ষা করে।

কেন ফোরদু এত গুরুত্বপূর্ণ?

ইরানের পারমাণবিক কর্মসূচির একটি প্রধান কেন্দ্র ফোরদু, যা তেহরান থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কোম শহর থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রায় ৮০-৯০ মিটার ভূগর্ভস্থ, পাহাড়ের খোঁড়া অংশে নির্মিত। ইরান ২০০৯ সালে এই কেন্দ্রের অস্তিত্ব স্বীকার করে। এর নির্মাণ শুরু হয়েছিল ২০০৬ সালের দিকে।

২০১৫ সালের যৌথ পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) অনুযায়ী, ইরান এই কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে সম্মত হয়েছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরান পুনরায় এখানে সমৃদ্ধকরণ শুরু করে। অবশ্য ইরান দাবি করছে, তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক। তবুও ইসরাইল এই কেন্দ্রকে অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করে।

ইসরাইলি উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘অস্তিত্বের হুমকি’ আখ্যা দিয়ে বলেছেন, পুরো অভিযানের চূড়ান্ত লক্ষ্য ফোরদু ধ্বংস করা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার ফক্স নিউজকে বলেন, এই পুরো অভিযান আসলে ফোরদুকে নির্মূল করার মাধ্যমে সম্পন্ন করতে হবে।’

তবে ফোরদুর চারপাশে ইরান ও রাশিয়ার সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। অবশ্য ইসরাইলি হামলায় এই প্রতিরক্ষাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

অন্যান্য পারমাণবিক স্থাপনা ও সম্ভাব্য দূষণ

ইসরাইল ইতোমধ্যে ইরানের অপর দু’টি গুরুত্বপূর্ণ স্থাপনা নাতানজ ও ইসফাহান এ হামলা চালিয়েছে। স্যাটেলাইট চিত্রে এসব স্থাপনায় গুরুতর ক্ষতির প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এসব হামলা পারমাণবিক ও রাসায়নিক দূষণের আশঙ্কা তৈরি করছে। যদিও এখনো তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক। কিন্তু সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে দূষণের ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে।

ইসরাইল মনে করছে, ফোরদু ইরানের পারমাণবিক সক্ষমতার মূলভিত্তি এবং এটিকে ধ্বংস না করা পর্যন্ত হুমকি নিরসন হবে না। কিন্তু এই স্থাপনাটি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততা প্রয়োজন, বিশেষ করে বাঙ্কার ধ্বংসকারী জিবিইউ-৫৭ মোতায়েনের ক্ষেত্রে। ফলে একদিকে এটি যুক্তরাষ্ট্রকে একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, অন্যদিকে গোটা মধ্যপ্রাচ্যকে তেজস্ক্রিয় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

ইরান-ইসরাইল সঙ্ঘাত নিয়ে আলোচনার টেবিলে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

ইরান-ইসরাইল সঙ্ঘাত নিয়ে আলোচনার টেবিলে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার।

‘এবার শান্তির সময়’, ইরানে বোমা মেরে বললেন ট্রাম্প! আরও ‘প্রাণঘাতী’ হামলার হুঁশিয়ারি

‘এবার শান্তির সময়’, ইরানে বোমা মেরে বললেন ট্রাম্প! আরও ‘প্রাণঘাতী’ হামলার হুঁশিয়ারি

ইরানের তিন পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়ালেন ট্রাম্প

ইরানের তিন পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়ালেন ট্রাম্প

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী কে এই মামদানি?

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী কে এই মামদানি?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

মেঘনায় সাত খুনে আসামীর স্বীকারোক্তি

মেঘনায় সাত খুনে আসামীর স্বীকারোক্তি

সরকারি নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে ২ ট্রাক জব্দ

সরকারি নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে ২ ট্রাক জব্দ