Swadhin News Logo
শনিবার , ২১ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

প্রতিবেদক
Nirob
জুন ২১, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ
ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক অবকাঠামোতে আঘাত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং পরিচালিত ইয়ং জার্নালিস্টস ক্লাবের মতে, দক্ষিণ ইরানের বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা জানায়, ইরানের ছোড়া অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২০ জুন) ভোরে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফা, দক্ষিণের বিরশেবা, এমনকি রাজধানী জেরুজালেমেও আঘাত হানে বলে জানা গেছে।

চ্যানেল ১২ আরও জানায়, ইরানের নতুন এই হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনা, যার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে কাছাকাছি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

সর্বশেষ - আন্তর্জাতিক