Swadhin News Logo
বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে 

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৭, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে 

জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে 

জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার (২৭ আগস্ট) কলম্বোর একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত শুক্রবার রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় গ্রেফতার করা হয় ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদকে। গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন রনিল বিক্রমাসিংহেকে। সেসময় এক বিদেশ সফরকে কেন্দ্র করে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগটি তোলা হয়।

অপরদিকে, তিন সাবেক শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রবিবার বিক্রমাসিংহের প্রতি সংহতি প্রকাশ করে তার আটককে ‘গণতন্ত্রের ওপর পরিকল্পিত আঘাত’ বলে আখ্যা দেন। বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) দাবি করেছে, রাজনৈতিক পুনরাগমনের ভয়ে তাকে নিপীড়ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দিসানায়েকের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও বিক্রমাসিংহে এখনো সক্রিয় রাজনীতিতে আছেন, যদিও কোনো নির্বাচিত পদে নেই। তিনি দাবি করেছেন, যুক্তরাজ্যে তার স্ত্রীর ভ্রমণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে, সরকারি তহবিল ব্যবহার করা হয়নি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক