Swadhin News Logo
বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

রৌমারীর সেই কলেজের অনিয়ম তদন্তে কমিটি

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৭, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
রৌমারীর সেই কলেজের অনিয়ম তদন্তে কমিটি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কিসমত উল্লাহ-বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউটে বিভিন্ন অনিয়ম ও কলেজে অধ্যক্ষের অনুপস্থিতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্যসচিব এবং প্রোগ্রাম অফিসারকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এর আগে গত সোমবার কলেজটির বিভিন্ন অনিয়ম নিয়ে বাংলা ট্রিবিউন পত্রিকায় ‘অধ্যক্ষ থাকেন ঢাকায়, কলেজ চালান অফিস সহকারী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এ ছাড়া কলেজটির নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসনসহ কলেজ কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশের পর কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

নিয়মিত উপস্থিত না থাকলেও কলেজের অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বুধবার (২৭ আগস্ট) কলেজে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল মতিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পরীক্ষা শেষ হওয়ার কারণে বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। পরীক্ষা হওয়ার পর তো প্রতিষ্ঠান ১০-১৫ দিন বন্ধ থাকে। অন্য সময় শিক্ষার্থী আসে এবং খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হয়।’

এ সময় তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান। যদিও প্রতিষ্ঠান বন্ধ থাকার স্বপক্ষে তিনি কোনও দাফতরিক প্রমাণপত্র দেখাতে পারেননি।

নিজের অনুপস্থিতির পক্ষে সাফাই দিয়ে লিখিত বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘কলেজের বিভিন্ন কাজে কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদফতর ও রংপুর আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। ওই সময় আমি কলেজে উপস্থিত থাকি না। এ ছাড়া প্রায় সময় কলেজে থাকি।’

তবে অনুসন্ধানে অধ্যক্ষের এসব দাবির কোনও সত্যতা মেলেনি। পরীক্ষা শেষে গত কয়েকদিন ধরে কর্মদিবস চললেও অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না। স্থানীয় বাসিন্দারা তাকে সচরাচর কলেজে দেখেন না। বিষয়টি কলেজের অফিস সহকারী আমজাদ হোসেন স্বীকারও করেছেন।

গত সোমবার অফিস সহকারী আমজাদ এই প্রতিবেদককে জানিয়েছেন, অধ্যক্ষ বর্তমানে না আসলেও তিনি কলেজে আসেন। তার বাড়ি নীলফামারীতে। তিনি ঢাকাতেও থাকেন। তবে কলেজে আসলে তিনি এলাকায় থাকেন।

ইউএনওর পরিদর্শন

এদিকে কলেজটির বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর মঙ্গলবার রৌমারীর ইউএনও কলেজটি সরেজমিনে পরিদর্শন করেন। সে সময় তিনি কলেজে অধ্যক্ষ কিংবা শিক্ষক-শিক্ষার্থী কাউকে উপস্থিত পাননি। কলেজের বিভিন্ন কক্ষে তালা ঝুলতে দেখেন।

ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘কলেজটির অধ্যক্ষের নিয়মিত উপস্থিত না থাকা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর মঙ্গলবার আমি কলেজটি সরেজমিনে পরিদর্শন করেছি। কিন্তু কলেজে অধ্যক্ষসহ কাউকে পাওয়া যায়নি। কক্ষগুলোতে তালা দেওয়া ছিল। এ নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
পাহাড়ি ঢলে নিমেষেই ধ্বংস পাকিস্তানের ৩ প্রদেশের লোকালয়

পাহাড়ি ঢলে নিমেষেই ধ্বংস পাকিস্তানের ৩ প্রদেশের লোকালয়

কিশোরগঞ্জে শিক্ষককে মারধর করায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কিশোরগঞ্জে শিক্ষককে মারধর করায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনমজুর রিয়াজুল হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ফয়সাল বিপ্লব

দিনমজুর রিয়াজুল হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ফয়সাল বিপ্লব

নন্দীগ্রামে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

নন্দীগ্রামে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৬ দফা দাবিতে স্মারকলিপি

ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৬ দফা দাবিতে স্মারকলিপি

ঝিনাইদহ সীমান্তে দালালসহ ৯ বাংলাদেশিকে আটক করলো বিজিবি

ঝিনাইদহ সীমান্তে দালালসহ ৯ বাংলাদেশিকে আটক করলো বিজিবি

যুদ্ধের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস

যুদ্ধের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: ‍আমির খসরু

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: ‍আমির খসরু

মওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় থানায় মামলা

মওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় থানায় মামলা

চুরি যাওয়া রয়েল এনফিল্ড উদ্ধার, চোর চক্রের ৩ জন গ্রেফতার

চুরি যাওয়া রয়েল এনফিল্ড উদ্ধার, চোর চক্রের ৩ জন গ্রেফতার