Swadhin News Logo
শনিবার , ২১ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই লাভজনক নয়

প্রতিবেদক
Nirob
জুন ২১, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ
আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই লাভজনক নয়

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ‌‘আলোচনা চালিয়ে যেতে’ আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। আর কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে।’

ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠক শেষে গণমাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাস বলেন, ‘আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই লাভজনক নয়, তাই আমাদের আলোচনার সুযোগ খোলা রাখা উচিত।’

তিনি জানান, উভয় পক্ষই পারমাণবিকসহ বৃহত্তর বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। ইরানের সঙ্গে ‘চলমান আলোচনা’ অব্যাহত রাখতে ‘আগ্রহী’ বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও।

তিনি বলেন, এটি একটি বিপজ্জনক মুহূর্ত এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্টভাবে বলেছি যে, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমরা ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আলোচনা চালিয়ে যাওয়ার ‘ইচ্ছা প্রকাশ করেছেন’, বলে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট। তিনি মন্তব্য করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল আলোচনার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যেতে পারে।

জেনেভা বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও। তিনি বলেন, আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে। আগ্রাসনকে এই জঘন্য অপরাধের জন্য দায়ী করা হবে।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এর ওপর আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক বৈঠককে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধান খুঁজতে সেই বৈঠকের আগে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান জার্মানি, ফ্রান্স এবং ইইউর শীর্ষ কূটনীতিকরাও।

ওয়াশিংটন থেকে রাতের ফ্লাইটে জেনেভায় পৌঁছেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করেন ইইউ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

এক সপ্তাহ আগে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এই প্রথম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের মুখোমুখি হলেন। এই আলোচনায় যোগ দেওয়ার আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভাষণ দেন আরাঘচি।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার পরই জেনেভায় অনুষ্ঠানস্থলে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই আলোচনা ইরান-ইসরায়েল যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। সূত্র: বিবিসি

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ইরান যুদ্ধ : ট্রাম্পের বক্তব্যে হতাশ নেতানিয়াহু

ইরান যুদ্ধ : ট্রাম্পের বক্তব্যে হতাশ নেতানিয়াহু

২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে : জাতিসঙ্ঘ

২০২৪ সালে শিশুদের প্রতি সহিংসতা ‘ভয়াবহ মাত্রায়’ পৌঁছেছে : জাতিসঙ্ঘ

এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব:এম সাখাওয়াত হোসেন

এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব:এম সাখাওয়াত হোসেন

কমলাপুর স্টেশনে ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ে কর্মচারী আটক

কমলাপুর স্টেশনে ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ে কর্মচারী আটক

আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই লাভজনক নয়

আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই লাভজনক নয়

ইসরাইলি হামলার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র জড়িত

ইসরাইলি হামলার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র জড়িত

বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই

বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই

জোহানেসবার্গে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ড. মোহাম্মদ আরিফুজ্জামান

জোহানেসবার্গে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ড. মোহাম্মদ আরিফুজ্জামান

নওগাঁয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

নওগাঁয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

সাকিব মাশরাফি কে নিয়ে দেশ সেরা কোচ সালাউদ্দিনের আবেগময় স্টেটাস।

সাকিব মাশরাফি কে নিয়ে দেশ সেরা কোচ সালাউদ্দিনের আবেগময় স্টেটাস।