Swadhin News Logo
শনিবার , ২১ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

ইসরাইলি হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান

প্রতিবেদক
Nirob
জুন ২১, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
ইসরাইলি হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান

ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরাইল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু-বিষয়ক কোনো আলোচনায় অংশ নেবে না তারা। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সংঘাত দীর্ঘতর হতে পারে এমন সতর্কবার্তা দেয়ার কয়েক ঘণ্টা পরই ইরানের দিক থেকে এমন প্রতিক্রিয়া এসেছে।

শনিবার (২১ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য আহবান জানিয়েছেন।

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফের প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ একটি ‘প্রলম্বিত অভিযানের’ জন্য প্রস্তুত এবং ’সামনে কঠিন দিন আসছে’ বলেও সতর্ক করেছেন।

তবে আরাগচি বলেছেন, ইসরাইলের আগ্রাসন বন্ধ হলে ইরান কূটনীতিকে বিবেচনায় নিতে প্রস্তুত আছে। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে তিনি বলেন, ইসরাইলের হামলা আইনের লঙ্ঘন এবং ইরান আত্মরক্ষার বৈধ অধিকারের চর্চা চালিয়ে যাবে।

‘আমি এটি পরিষ্কার করে বলতে চাই যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হতে পারে না,’ বলছিলেন তিনি।

এদিকে গত রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরাইল। আর ইসরাইলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্য ইসরাইলের একটি ভবনে আগুন ধরে যাওয়ার খবর এসেছে।

অপরদিকে শুক্রবার ইসরাইলের হাইফা শহরকে লক্ষ্য করে ইরান অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে। আইডিএফ বলছে, তারাও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক