Swadhin News Logo
বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

যুবককে শিশু দেখিয়ে জামিনের ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ণ
যুবককে শিশু দেখিয়ে জামিনের ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা শিশু আদালতের বিচারক আদালতের পেশকারকে মামলার নির্দেশ দেন। বিকালে আদালতের পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, ‘লিখিত এজাহার হাতে পেয়েছি। তবে কিছু সংশোধন ও বিয়োজনের জন্য বাদীকে বলা হয়েছে। সেটি হাতে পেলেই মামলা রুজু করা হবে।’

এ বিষয়ে পেশকার সালাহউদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।’

তবে অভিযুক্ত আইনজীবী শেফাউল ইসলাম রিপন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মামলা হলে সেটি আদালতে মোকাবিলা করবো।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে সেনা-পুলিশ যৌথ অভিযানে গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে হ্যাকার চক্রের হোতা পলাশ রানা ও সহযোগী সুমন মিয়া, সাইদুল ইসলাম ও আবু সাইদ লিটনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ সিম, মোবাইল ও প্রযুক্তিগত ডিভাইস উদ্ধার হয়। সরকারি ভাতা হ্যাক করে লাখো টাকা আত্মসাতের অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২০ জুলাই আমলি আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে, ২৭ জুলাই দায়রা জজ আদালতে মিস কেস করেন আইনজীবী শেফাউল ইসলাম রিপন। কিন্তু মামলাটির তথ্য গোপন রেখে তিনি ৩ আগস্ট শিশু আদালতে পলাশকে ১৭ বছর ৭ মাস বয়সী দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন দিয়ে জামিন আদায় করেন। আদালত তা মঞ্জুর করলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

১২ আগস্ট দায়রা জজ আদালতে এ জালিয়াতির তথ্য উপস্থাপন করেন আইনজীবী সরওয়ার হোসেন বাবুল। তিনি জানান, ৪ আগস্ট ইস্যুকৃত জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয় ১৫ জানুয়ারি ২০০৮, অথচ জাতীয় পরিচয়পত্রে তা ১ জুন ২০০০ (২৫ বছর ২ মাস)। মামলার এজাহারেও বয়স ২৫ বছর উল্লেখ রয়েছে।

এর আগে, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু বকর সিদ্দিক ছানা জানান, আদালতের নির্দেশে ওই জামিন বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
নদী ভাঙনের কবলে লক্ষ্মীপুরের বয়ার চর ব্রিজ

নদী ভাঙনের কবলে লক্ষ্মীপুরের বয়ার চর ব্রিজ

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম কলে রাশিয়ার আংশিক নিষেধাজ্ঞা

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম কলে রাশিয়ার আংশিক নিষেধাজ্ঞা

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

‘ইতিহাস মনে রাখবে’, আমেরিকার ইরানে হামলার পর ট্রাম্পের প্রশস্তিতে পঞ্চমুখ নেতানিয়াহু

‘ইতিহাস মনে রাখবে’, আমেরিকার ইরানে হামলার পর ট্রাম্পের প্রশস্তিতে পঞ্চমুখ নেতানিয়াহু

ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান

ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান

মাইলস্টোনের সামিউলের লাশ দাফন, ‘সরকার থেকে সহযোগিতা পায়নি’ পরিবার

মাইলস্টোনের সামিউলের লাশ দাফন, ‘সরকার থেকে সহযোগিতা পায়নি’ পরিবার

কুড়িগ্রামে এক মণ গাঁজা উদ্ধার

কুড়িগ্রামে এক মণ গাঁজা উদ্ধার

৮ ঘণ্টার মধ্যে ২৫ মিলিয়ন ডলারের চুরি করা পিংক হীরা উদ্ধার দুবাই পুলিশের

৮ ঘণ্টার মধ্যে ২৫ মিলিয়ন ডলারের চুরি করা পিংক হীরা উদ্ধার দুবাই পুলিশের

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৭

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৭

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা