মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২০ জুন) বলেছেন, ইসরাইল ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী চলমান আকাশযুদ্ধের ‘পরিস্থিতির ওপর নির্ভর করে’ তিনি যুদ্ধবিরতিতে সমর্থন দিতে পারেন।
আলোচনা চলাকালীন তিনি যুদ্ধবিরতি সমর্থন করবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতির ওপর নির্ভর করে আমি তা করতেও পারি।’
ইরানকে পরাজিত করতে স্থলবাহিনী পাঠানো হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্থলবাহিনী নিয়ে কথা বলতে চাই না। কারণ চূড়ান্ত পর্যায়ে স্থলবাহিনী পাঠানো হয়।’
ট্রাম্প আরো বলেন, ‘ইরান ও ইসরাইলের যুদ্ধ থামাতে ইউরোপ তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না। ইউরোপের সাথে ইরান কথা বলতে চায় না। তারা আমাদের সাথে কথা বলতে চায়। ইউরোপ এটা থামাতে পারবে না।’
গত ১৩ জুন ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আকাশযুদ্ধ শুরু হয়। এর ফলে গোটা অঞ্চলজুড়েই উদ্বেগ ছড়িয়ে পড়ে।
মধ্যপ্রাচ্যে ইসরাইলই একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিশ্বাস করা হয়। তারা বলছে, তেহরান যাতে নিজের পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই তারা ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছে, কিন্তু ইসরাইল সেই চুক্তিতে নেই।
সূত্র : রয়টার্স