প্রতীকী ছবি।
ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে বলে জানায় শিশুটির পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় ওই এলাকার একজন কিশোর শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে।
তারা আরও জানান, এরপর শিশুটিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর স্থানীয়রা ওই কিশোরকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করে।
মহেশপুর কোটচাঁদপুর থানার সার্কেল মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ