ইউক্রেনের কিয়েভের প্রধান সরকারি ভবন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী জুলিয়া স্বিরিডেঙ্কো টেলিগ্রাম অ্যাপে বলেছেন, ‘প্রথমবারের মতো শত্রুর হামলায় সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে—ভবনটির ছাদ ও উচ্চ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কিয়েভের পশ্চিমাঞ্চলের স্ভিয়াতোশিনস্কি এলাকায় ১৬ তলা একটি ভবন ও দুটি ৯ তলা ভবনের ওপরের অংশে আগুন লেগে যায় বলেও জানান মেয়র।
যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
সূত্র: রয়টার্স।
/এআই