চলতি অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ টাকা। অনুদান ধরা হয়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকা।
এবারের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। জোর দেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে। গত অর্থবছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছিল ৬১৮ কোটি টাকা। বাজেট অর্জনের হার ছিল ৬৩ শতাংশ।
প্রশাসক জানান, দেশের অস্থিরতা ও আর্থিক দৈন্যতার কারণে এবং সরকারের কাছ থেকে আশানুরূপ বরাদ্দ না পাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে তার আশা, চলতি বাজেটে নগরবাসীর প্রত্যাশা অনেকখানি পূরণ হবে।
/এসআইএন