Swadhin News Logo
বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

হত্যা মামলায় ইমামসহ আরও দুজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
হত্যা মামলায় ইমামসহ আরও দুজন গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেল মোল্লার বাবার করা মামলায় গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাইদ গোয়ালন্দ উপজেলার অম্বলপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। এছাড়া একই মামলায় পুলিশ ঢাকার নাখালপাড়া এলাকা হতে বুধবার রাতে রাসেল শেখ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে রাজবাড়ীর আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’ 

বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘এ নিয়ে হত্যা মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।’

এর আগে মঙ্গলবার নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মরদেহ কবর থেকে তোলার ‌‘নির্দেশদাতা’ বলছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল ল‌তিফ (৩৫)। তিনি গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লারপাড়ার বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম এবং মা‌নিকগ‌ঞ্জের ঘিওর উপ‌জেলার বড় ঠাকুরকা‌ন্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

হামলার পর পৃথক দুটি মামলা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পরদিন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজারজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া হামলায় নিহত দরবারের ভক্ত রাসেল মোল্লার বাবা সাবেক ইউপি সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে ৮ আগস্ট সাড়ে তিন হাজার থেকে চার হাজারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার দরবার শরিফে হামলা চালানো হয়। একদল লোক নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেন। এর আগে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ চলাকালে বেশ কয়েকজন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। এতে ১০-১২ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রাসেল মোল্লা (২৭) নামের এক ভক্ত নিহত হন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সার্বিয়ার ক্ষমতাসীন দলের কার্যালয়ে অগ্নিসংযোগ

সার্বিয়ার ক্ষমতাসীন দলের কার্যালয়ে অগ্নিসংযোগ

সাংবাদিককে হাতুড়ি-লোহার রড দিয়ে মারধর

সাংবাদিককে হাতুড়ি-লোহার রড দিয়ে মারধর

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

ইসরায়েলি আগ্রাসনে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৫ কোটি টন

ইসরায়েলি আগ্রাসনে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৫ কোটি টন

নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়েছে: রুহিন হোসেন প্রিন্স

নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়েছে: রুহিন হোসেন প্রিন্স

ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার উপজেলা আ. লীগ সভাপতি

ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার উপজেলা আ. লীগ সভাপতি

জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের

জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির নিন্দা জানালো ব্রিক্স সদস্যরা, তবে ট্রাম্পের নাম উল্লেখ করেনি কেউ

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির নিন্দা জানালো ব্রিক্স সদস্যরা, তবে ট্রাম্পের নাম উল্লেখ করেনি কেউ

আজিজ হারিস জোসেফ বেনজীরের বিরুদ্ধে মামলা

আজিজ হারিস জোসেফ বেনজীরের বিরুদ্ধে মামলা

ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি

ঘুষের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি