
ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান
ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলাকে আগ্রাসন এবং একটি স্পষ্ট অপরাধমূলক কাজ মন্তব্য করে নিন্দা করেন রাভানচি। জোর দিয়ে তিনি বলেছেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করা হবে না।
রোববার জার্মানির সম্প্রচার মাধ্যম এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের ধারণা প্রত্যাখ্যান করেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘‘আমরা পারমাণবিক বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আন্তরিক সদস্য।’’ এই চুক্তির ভিত্তিতেই ইরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করছে বলে জানান তিনি।
রাভানচি আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির কাঠামোর মধ্যে থাকা পর্যন্ত আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয় তা কেউ বলতে পারবে না। সূত্র: মেহর নিউজ