Swadhin News Logo
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

টিকটক চালু থাকছে যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটন-বেইজিংয়ের চুক্তি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ণ
টিকটক চালু থাকছে যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটন-বেইজিংয়ের চুক্তি

টিকটক চালু থাকছে যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটন-বেইজিংয়ের চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঘোষণা করেছেন, টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সমঝোতা হয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র জানায়, এই চুক্তি চলতি বছরের শুরুর দিকে আলোচিত এক প্রস্তাবের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।

চুক্তি অনুযায়ী, টিকটকের মার্কিন এসেট চীনের মালিকানাধীন বাইটড্যান্স থেকে যুক্তরাষ্ট্রের মালিকানায় হস্তান্তর করা হবে। প্রায় এক বছর ধরে চলা জটিলতা সমাধানে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে টিকটক হস্তান্তরের জন্য মাদ্রিদে হওয়া কাঠামোগত চুক্তি একটি ‘উইন-উইন’ সিচুয়েসন।

উল্লেখ্য, দু’দেশের বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন শুক্রবারের ফোনালাপের জন্য, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এ চুক্তি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক