Swadhin News Logo
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার ও বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের পর প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর সুধারাম মডেল থানার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বেলা সাড়ে ১২টায় স্থানীয় ছাত্র প্রতিনিধি, পুলিশ ও সেনাবাহিনীর মৌখিক আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে তার কার্যালয়ে ডাকেন। তিনি তাকে নিয়মিত ক্লাসের বাইরে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস (কোচিং) নেওয়ার প্রস্তাব দেন। এ সময় শিক্ষিকা ক্লাস নিতে অপারগতা জানালে প্রধান শিক্ষক তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ওই শিক্ষিকা নন, বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের শিকার। এর আগে এক শিক্ষিকা প্রধান শিক্ষকের দুর্ব্যবহারে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আত্মহত্যার চেষ্টাও করেছেন। এ বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা আন্দোলন করায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিরাগত দিয়ে মারধর করানোর অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আন্দোলনে অংশ নেওয়া দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নাহিয়ান বলে, ‘আমরা আজ সকালে যখন সবাই স্কুলে জড়ো হচ্ছিলাম তখন প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের দফতরি (অফিস সহকারী) অর্জুন সরকার, কম্পিউটার অপারেটর ইখতিয়ারসহ বহিরাগত ৫-৬ জন আমাদের ওপর হামলা করে। আমাদের লোহার পাইপ দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এতে আমিসহ আমাদের অনেকে আহত হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ যাচাই করলে হামলা করার ফুটেজ পাওয়া যাবে।’

দশম শ্রেণির আরেক শিক্ষার্থী মো. তামিম বলে, ‘স্কুলের ভেতর বহিরাগত সন্ত্রাসীদের এনে আমাদের ওপর হামলা করা হয়েছে। প্রধান শিক্ষক নিজে এসব বহিরাগতদের ভাড়া করে এনেছেন। আমার হাতে লোহার পাইপ দিয়ে আঘাত করেছে।’ আঘাতের চিহ্ন দেখিয়ে এই শিক্ষার্থী আরও বলে, ‘আমরা এমন শিক্ষকের কাছে কী শিখবো যিনি নিজের শিক্ষার্থীদের মারধর করাতে গুন্ডা-পান্ডা আনতে হয়?’

এ বিষয়ে জানতে স্কুলের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের মোবাইল ফোনে যোগাযোগ করে গণমাধ্যমকর্মী পরিচয় দিলে তিনি সংযোগ কেটে দেন। তারপর একাধিকবার চেষ্টা করেও তার কোনও মন্তব্য নেওয়া যায়নি।

জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘ঘটনাটি বিব্রতকর। শিক্ষার্থীদের ওপর বহিরাগত দিয়ে যদি হামলা হয়ে থাকে তবে বিষয়টি ন্যক্কারজনক। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মো. ফাহিম হাসান খান বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার একাধিক বক্তব্য পেয়েছি ও বিষয়টির একাধিক প্রমাণও দেখিয়েছে তারা। আমি এ বিষয়ে তদন্ত শেষে রিপোর্ট জমা দেবো।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত:  ৩০ জনের বেশি নিহত

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত: ৩০ জনের বেশি নিহত

কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

নেত্রকোণা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন

নেত্রকোণা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

র‍্যাগিং বন্ধে কঠোর অবস্থানে গোবিপ্রবি প্রশাসন

র‍্যাগিং বন্ধে কঠোর অবস্থানে গোবিপ্রবি প্রশাসন

গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিককে পিটিয়ে আহত

গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিককে পিটিয়ে আহত

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

যমুনার ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে ৩০০ ঘরের গুচ্ছগ্রাম

যমুনার ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে ৩০০ ঘরের গুচ্ছগ্রাম

চীনে কিম জং উনের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চীনে কিম জং উনের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ