প্রতীকী ছবি।
গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধা সদর উপজেলায় বৈদ্যুতিক বোর্ড মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল মিয়া (২০) নামের এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনারুল মিয়া একই ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের ছাইদালী মিয়ার ছেলে। তিনি ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা ছিলেন।
স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির একটি ঘরের বৈদ্যুতিক বোর্ড মেরামতের চেষ্টা করেন আনারুল। এ সময় হঠাৎ শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান আনারুল।
গাইবান্ধা জেলা জুলাই যোদ্ধা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, অসাবধানতার কারণে আমরা একজন সহযোদ্ধাকে হারালাম। আজ রোববার সকাল ১০টায় নিজ বাড়িতে আনারুলকে সম্মান জানানো হবে। এরপর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
/আরএইচ