ঠাকুরগাঁও করেসপনডেন্ট:
মাত্র এক দিনের ব্যাবধানে ঠাকুরগাঁওয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ইয়াবাগুলো মশা নিধন কয়েলের একটি বাক্সে করে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছিল।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর শহরের অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভ সংলগ্ন জেলা পরিষদ শিশু পার্ক এলাকায় সাতশত পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করে ডিবি পুলিশ।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ পরিবহনের একটি চালান থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছি। ইয়াবার চালানটি চট্টগ্রাম থেকে এসেছে, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
কারা এ মাদক পাঠিয়েছে এবং প্রাপকের নাম ঠিকানা জানা যায়নি। এর সাথে জড়িতদের ধরতে তদন্ত চলছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান হারুন আর রশিদ।
/এমএইচ