
কানাডা পোস্টের হাজার হাজার কর্মী দেশব্যাপী ধর্মঘটে অংশ নিয়েছেন, যার ফলে দেশজুড়ে চিঠিপত্র ও পার্সেল সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এই ধর্মঘট শুরু হয়েছে কানাডার ফেডারেল সরকারের প্রস্তাবিত সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে, যেখানে কিছু ডাকঘর বন্ধ এবং নির্দিষ্ট কিছু ধরণের ডেলিভারি পরিষেবা বাতিল করার ঘোষণা দেয়া হয়েছে।
কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কার্স (সিইপিডাব্লিউ) এই সংস্কারকে ‘ডাক পরিষেবা ও শ্রমিকদের ওপর আক্রমণ’ বলে অভিহিত করেছে।
এই ধর্মঘটে ৫৫,০০০ সদস্য অংশ নিয়েছেন, যারা গত বছর মজুরি ও সুযোগ-সুবিধার দাবিতে দীর্ঘ সময়ের ধর্মঘট করেছিলেন। তাদের মতে, প্রস্তাবিত সংস্কারগুলো জনসেবাকে দুর্বল করবে। এছাড়াও ডাক পরিষেবাকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ঠেলে দেবে।
কানাডা পোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মঘট চলাকালে সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে এবং এতে লক্ষ লক্ষ চিঠি ও পার্সেল বিতরণ বন্ধ হয়ে যাবে।
এই মুহূর্তে প্রায় ৪০ লাখ ঠিকানার বাসায় সরাসরি চিঠিপত্র পাঠানো হয়, যা বন্ধ হলে অনেকের জীবনযাত্রায় প্রভাব পড়বে বলে ধারনা বিশ্লেষকদের।
সূত্র: বিবিসি নিউজ।
/এআই
















