Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

‘হামলাটাই যুদ্ধ থামিয়েছে’, ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা

প্রতিবেদক
Nirob
জুন ২৬, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
‘হামলাটাই যুদ্ধ থামিয়েছে’, ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা


‘হামলাটাই যুদ্ধ থামিয়েছে’, ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণাইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে ‘সবার জন্য বিজয়’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, ট্রাম্প দাবি করেন—যুক্তরাষ্ট্রের ব্যাপক বাংকার-বাস্টার বোমা হামলাই এই সংঘাতের অবসান ঘটিয়েছে। তিনি বলেন, “এই হামলা ছিল খুবই তীব্র। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।”

তবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এই হামলার প্রভাব নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে পড়েছে, ধ্বংস হয়নি। কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে বলেন, “আমি মনে করি, আমরা ‘আমরা নিশ্চিত নই’ অংশ বাদ দিতে পারি। এটা খুবই তীব্র ছিল, সব ধ্বংস করে দেওয়া হয়েছে।”

এ প্রসঙ্গে ট্রাম্প হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলার সঙ্গে এই হামলার তুলনা করে বলেন, “আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না, নাগাসাকির উদাহরণও দিতে চাই না। তবে ব্যাপারটা আসলে সেটাই ছিল। ওই হামলা যুদ্ধ শেষ করেছিল, এই হামলাও সেই যুদ্ধ শেষ করেছে।”

তবে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন-এর প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি। অধিকাংশ সেন্ট্রিফিউজ অক্ষত রয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।

ইরানের ফোরদো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প আরও বলেন, “যদি ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলেও কিছু করার নেই। কারণ সেই জায়গাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - আন্তর্জাতিক