শতাধিক ইসরায়েলি নাগরিককে নিয়োগের চেষ্টা করেছে ইরানের গোয়েন্দা সংস্থা বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েল পুলিশের তথ্য অনুযায়ী, শতাধিক ইসরায়েলি নাগরিককে ইরানের গোয়েন্দা সংস্থা ফোন করে তাদের নিয়োগের চেষ্টা করেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট এমন একটি ফোন কলের রেকর্ডিং প্রকাশ করেছে। রেকর্ডিংয়ে একটি রোবোটিক ভয়েস শোনায় যে, ‘ইরানি গোয়েন্দা যোগ্য এজেন্ট খুঁজছে,’ এবং ‘প্রতিযোগিতামূলক বেতন ও পূর্ণাঙ্গ নিরাপত্তা’ দেয়ার প্রস্তাব দেয়।
পুলিশ জানিয়েছে, এই ফোন কলগুলো ‘যুদ্ধকালীন সময়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে।’
গত বছর, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের নাগরিকদের মধ্যে নজিরবিহীন সংখ্যক মানুষ ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে।
পুলিশ মুখপাত্র ডিন এলসডুন বলেন, হামাসের ৭ অক্টোবরের ইসরায়েল হামলার পর এবং গাজার যুদ্ধের পরিপ্রেক্ষিতে, ইসরায়েলি পুলিশ ইরানের সঙ্গে সম্পর্কিত ২৫টিরও বেশি গুপ্তচরবৃত্তির মামলা তদন্ত করেছে, যার ফলে প্রায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবারের ফোন কলের প্রেক্ষিতে, ইসরায়েল পুলিশ জনসাধারণকে ‘সচেতন থাকার’ আহ্বান জানিয়েছে।
সূত্র: সিএনএন নিউজ।
/এআই