
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকাতে একটি দ্বিপাক্ষিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে দুই প্রতিবেশি দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের ঘোষণা দেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। চলতি মাসের শুরুতে অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধে এ যৌথ উদ্যোগের প্রস্তাব নিয়ে আলোচনা হয় দু’দেশের মধ্যে। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে মেক্সিকো চলতি মাসের শুরুতে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
নতুন এ উদ্যোগের অংশ হিসেবে নিজেদের ৩২টি রাজ্যে মার্কিন ট্র্যাকিং ডিভাইস ও ব্যালেস্টিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করবে মেক্সিকো। যা দু’দেশের মাঝে যৌথ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি বৃদ্ধি করবে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া।
সূত্র: রয়টার্স।
/এআই












