Swadhin News Logo
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিজিবির ওপর হামলা চোরাকারবারিদের; গুলিবিদ্ধ ১ সদস্য, আটক ৩২ গরু

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ
বিজিবির ওপর হামলা চোরাকারবারিদের; গুলিবিদ্ধ ১ সদস্য, আটক ৩২ গরু

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

ভারত থেকে চোরাই পথে আনা গরু আটকের সময় বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারি চক্র। হামলায় চোরাকারবারিদের গুলিতে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ও ৩২টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। রোববার রাত সাড়ে ৯টার দিকে মধ্যনগর উপজেলার বাংগালভিটা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১১ সদস্যের বিশেষ টহল দলের ডিউটি চলাকালীন একটি চোরাকারবারীদল ভারতীয় গরুভর্তি ট্রলার নিয়ে যাচ্ছিলো। এসময় অভিযান চালালে শতাধিক চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাথর ও বল্লম নিক্ষেপ করে। পাশাপাশি গাদা বন্দুক দিয়ে বিজিবি টহল দলকে লক্ষ্য করে আনুমানিক ১৫-২০ রাউন্ড ফায়ার করে।

এসময় নায়েক মো. আখিরুজ্জামানের পেটে গুলি বিদ্ধ হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহত বিজিবি সদস্যকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

অভিযানে ৩৩টি গরুসহ ১টি ট্রলার আটক করা হয়। ট্রলার থেকে বল্লম, দা, কাঁচি, পাথর এবং ঢাল জব্দ করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলার দায়ের করা হয়েছে।

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত