Swadhin News Logo
শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৭

প্রতিবেদক
Nirob
অক্টোবর ৪, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৭

ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৭

গাজায় হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল একাধিক বিমান অভিযান ও গোলাবর্ষণ চালিয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।

স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন স্থানে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপি-কে জানান:

‘রাতটি অত্যন্ত সহিংস ছিল। ইসরায়েলি বাহিনী গাজা শহরসহ উপত্যকার অন্যান্য এলাকায় ডজনেরও বেশি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।’

বাসাল জানান, রাতভর চলা এই হামলায় ২০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলার পর মৃতদেহ ও আহতদের হাসপাতালে আনা হয়। এতে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

অন্যদিকে, খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত