স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ১৫টিরও বেশি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ারসার্ভিস এবং বিজিবি ও সেনাবাহিনী সহায়তায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত। তবে ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা বলে জানা গেছে।
/এমএইচ