ছবি: সংগৃহীত
স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:
কক্সবাজারে উখিয়ার কয়েকটি ও বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তর থেকে থেমে থেমে ভেসে আসছে গোলাগুলির শব্দ। প্রচন্ড শব্দে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, রাতে পালংখালী ইউনিয়নের ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ ভেসে আসে।
এছাড়া নাংক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তেও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এতে করে সারারাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে অনেক পরিবারের।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা, আরএসওসহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। ইতোমধ্যে মিয়ানমারের বিবাদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, সারারাত থেমে গুলির শব্দ ভেসে আসার খবরটি শুনে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সীমান্তে বিজিবি সতর্কতার সাথে নজরদারি অব্যাহত রেখেছে।
/এমএইচআর