বরগুনায় সদর উপজেলায় নিজ ঘর থেকে হাসান নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়ইতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসানের হাঁস-মুরগির খামার ছিল। আজ খামারের পাশ দিয়ে যাওয়ার সময় একজন প্রতিবেশী হাঁসগুলোকে মৃত পড়ে থাকতে দেখেন। এরপর খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কয়েকজন ঘরের জানালা ভাঙেন। এ সময় বিছানায় হাসানের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
/আরএইচ