Swadhin News Logo
শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৫ দফা দাবিতে বিভিন্ন জেলায় জামায়াতের গণমিছিল-বিক্ষোভ

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১০, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
৫ দফা দাবিতে বিভিন্ন জেলায় জামায়াতের গণমিছিল-বিক্ষোভ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় গণমিছিল ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ অক্টোবর) এই কর্মসূচি পালন করে দলটি।

শুক্রবার জু্মার নামাজের পর রংপুর মহানগরীর টাউন হলের সামনে থেকে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেসক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ফ্রেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। পাশাপাশি বিচার-সংস্কারও দৃশ্যমান করতে হবে। এ সময় জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশ মহাসংকটে পড়বে বলেও মন্তব্য করেন তারা।

এদিকে, একই দাবিতে নারায়ণগঞ্জেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। আজ দুপুরে শহরের মিশনপাড়ায় সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন নেতারা। পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিতের তাগিদও দেয়া হয়।

অন্যদিকে, শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালেও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। আজ বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। এরপর আছরের নামাজ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

/আরএইচ

সর্বশেষ - চাকরি