চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ওভারপাস নির্মাণ কাজে যাতায়াতে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় ওই প্রকল্প এলাকার দুই পাশে রাস্তা নির্মাণকাজ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি তোলা হয়।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় রেলবাজার রোডে এ কর্মসূচি পালন করে রেলবাজার ব্যবসায়ী সমিতি।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, রেলবাজার এলাকার সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজের কারণে চলাচল ও ব্যাবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এই এলাকাটি এখন শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বারবার প্রশাসন ও সড়ক বিভাগকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এ সময়, তারা ক্ষতিপূরণ ও বিকল্প পুনর্বাসনের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও রেলবাজার ব্যবসায়ী সমিতির নেতা সামিউল ইসলাম অপুসহ আরও অনেকে।
/এএইচএম