ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন নিউজ জানিয়েছে, বাকি ১৩ জন ইসরায়েলি বন্দিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন।
এর আগে, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের কর্মকর্তারা সাতজন বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। শীঘ্রই তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
মুক্ত হওয়া সাতজন হলেন গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল ও গাই গিলবোয়া-ডালাল।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস) জানিয়েছে, তাদের হাতে থাকা সব জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। হামাস আরও জানিয়েছে, নিহত বন্দিদের দেহ পরে হস্তান্তর করা হবে।

এরইমধ্যে, হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া কয়েকজন জিম্মির প্রথম ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রকাশিত ছবিতে দেখা গেছে, মুক্তির পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করছেন আলোন ওহেল। এ ছাড়া যমজ দুই ভাই গালি ও জিভ বর্মানকে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গেছে।
সূত্র: সিএনএন নিউজ।
/এআই