
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন (চাকসু)। রাত পোহালেই বুধবার (১৫ অক্টোবর) শুরু হবে ভোট।
এরইমধ্যে নিরাপত্তার সাথে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট বক্স। সকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। অধীর অপেক্ষায় প্রার্থী আর ভোটাররা। ভোটের দিন কড়া নিরাপত্তা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে হবে ভোটগ্রহণ। ব্যালট পেপারে ভোট নেয়ার পর গণনা করা হবে ওএমআর পদ্ধতিতে।
কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন ৯০৮ প্রার্থী। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা।
ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সব প্রক্রিয়া সরাসরি দেখানো হবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা ১৪টি বড় এলইডি স্ক্রিনে।
/এমএইচ













