কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতের ওই ঘটনায় মামলাও করেছেন ওই নারী। তবে সবশেষ ওই নারী জানিয়েছেন, এখন তিনি মামলা তুলে নিতে চান।
তিনি বলেন, ‘আমি অভিযুক্ত ফজর আলীর শাস্তি চাই না। আমি শান্তি চাই। যারা ভিডিও করে ছাড়ছে, তারাও মুক্তি পাক।’
মামলা তুলে নেয়ার বিষয়ে কারও কোনো চাপ নেই বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনার পর থেকে স্বামী তার সঙ্গে যোগাযোগ করছে না বলে জানান। পরে কথা প্রসঙ্গে আবার তিনি বলেন, স্বামী তাকে মামলা তুলে নেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মান-সম্মান যা যাওয়ার গিয়েছে।
ঘটনার পর কারও সাথে পরামর্শ করে মামলা করেননি বলে উল্লেখ করেন ওই নারী। কেউ মামলা করার জন্য প্রলোভনও দেখায়নি বলে জানান। বলেন, রাগের মাথায় তিনি মামলা করে ফেলেছিলেন।
বাদী বলেন, ৮/১০ জন পরে ঘরের দরজা ভেঙে ঢুকেছে। তারা দু’জনকেই মারধর করেছে। মুখমণ্ডলে মারধরের চিহ্নও দেখান তিনি।
এখন পর্যন্ত মামলার প্রধান আসামি ফজর আলী মারধরে আহত হয়ে চিকিৎসাধীন। তাই তাকে রোববার আদালতে নেয়া হয়নি। ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ঘরে ঢুকে দুজনের ভিডিও করে তা ছড়ানোর অভিযোগে পর্ণোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। ঐ মামলায় গ্রেফতার ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
/এমএমএইচ