চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলার ফুলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি’র দু’পক্ষের নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একপক্ষে রয়েছেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের।
অন্য পক্ষে রয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম। দু’দিন আগে আমিনুলের অনুসারীদের মারধর করে প্রতিপক্ষ। এরই জের ধরে সকালে আমিনুলের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় ১০/১২টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এমএইচ