ঢাকার আশুলিয়ায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যু কেন্দ্র করে বিক্ষোভ করেছেন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে পলাশবাড়ী এলাকায়((কানাডিয়ান মালিকানাধীন) গিল্ডেন গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ তিনটি কারখানাতেই ছুটি ঘোষণা করে।
এর আগে সোমবার বিকেলে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন। তিনি নয়ারহাটে এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় কর্মরত ছিলেন।
শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি ও চিকিৎসা সহায়তা চেয়েছিলেন তাজমিনা। কিন্তু কর্তৃপক্ষ তা দিতে অসম্মতি জানায়। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও বাধা দেয়ার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
/এমএইচ