Swadhin News Logo
বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চাকসু নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে: প্রধান নির্বাচন কমিশনার

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
চাকসু নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে: প্রধান নির্বাচন কমিশনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে। চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।’

এদিকে চাকসু ও হল সংসদের ভোট গণনা চলছে। বিকাল সোয়া ৫টার দিকে গণনা শুরু হয়। পোলিং এজেন্টদের উপস্থিততে গণনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনা চলছে পাঁচটি ডিন কার্যালয়ে। পরে এই পাঁচটি ডিন কার্যালয়েই আলাদাভাবে হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে। ভোট গণনার পুরো বিষয়টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত