Swadhin News Logo
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

প্রতিবেদক
Nirob
জুন ৩০, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
ভারতে যাওয়ার সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক


বেনাপোল করেসপনডেন্ট:

ভারতে যাওয়ার সময় নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন জোসেফ। তার পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। পরে সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে, তাই তাকে নেত্রকোণা জেলা সদরের খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

/এএইচএম





Source link

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত