Swadhin News Logo
শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি নিহত

প্রতিবেদক
Nirob
নভেম্বর ৭, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে ভেতরে ছুরিকাঘাতে ইমরুল মিয়া (৪০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমরুল মিয়া বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসান খালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ ওই গ্রামের আতিক মিয়ার ছেলে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

পরে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্স নিতে থানায় গেলে জাবেদ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে ইমরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গত ২ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়া হঠাৎ ইমরুলের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

স্থানীয় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ - চাকরি