চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) সকালে তিন স্থানে এ ঝটিকা মিছিল বের করা হয়। এর মধ্যে দুটি মিছিল করা হয় ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে, অপরটি উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে। মিছিল থেকে তিন জনকে পুলিশ আটক করেছে।
এদিকে, মিছিল শেষ হওয়ার পরপরই সাবেক চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনির ফেসবুকে আপলোড করা হয় মিছিলের ভিডিও। তিনটি মিছিলের মধ্যে একটি ২৯ সেকেন্ড, অপর দুটির মধ্যে একটি ৪৩ সেকেন্ড এবং অপরটি ৩৬ সেকেন্ডের ভিডিও। মিছিলগুলোতে ১০ থেকে ২০ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে কারও কারও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।
পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে ষোলশহর স্টেশনের দিকে যেতে থাকেন। খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিন জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
আটক তিন জন হলেন– পাঁচলাইশের আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাসের ছেলে রাজন দাস (১৯) এবং প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মিছিল থেকে তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

















