ফাইল ছবি।
চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
নিহতের স্বজন ও গ্রামবাসীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ কয়েকজন গরুর ঘাস কাটাতে সীমান্তের কাছে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
/আরএইচ