রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে জিশু আলীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবর আলী উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরে বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করে ছিলেন। পরে পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।














